শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

এক পলকে দেখে নিন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট সমূহঃ-




ঢাকা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (বুয়েট)

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

EID CELEBRATION

Eid Al-Ajha

Assalamu Alaykum, Happy Eid Mubarak . The Muslims is called Eid Al-Adha / of  the second and final Eid celebration.It commemorates the completion of the Hajj pilgrimage. Allah swears by these blessed days, which underlines their importance and the great benefits they contain. DO'S OF THE DAYS: Among the good deeds that a Muslim is expected to do during these ten days are: Performing Hajj and Umrah.

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

এবার হ্যাক হবে এডসেন্স ! দেখিয়ে দিন আমারও এডসেন্স এপ্রুভড হয়েছে!!!

আসসালামুআলাইকুম,
আজকে একটি বিষেশ হ্যাকিং টিপস আপনাদের উপহার দিতে যাচ্ছি। বলতে পারেন শত জনমের চেষ্টার আজ সফলতা পেতে যাচ্ছেন!! সেটা কি? হ্যাঁ রে ভাই.. আজকে মেগা একটা হ্যাক করতে যাচ্ছেন। সেটা হলো গুগল এডসেন্স।
খুশি হবার কারণ নাই  :(
কারণ যে টিপসটা দিচ্ছি

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

হ্যাক করুন গ্রামীনফোন ইন্টারনেট



খুব সহজ উপায়ে  হ্যাক করুন গ্রামীনফোন ইন্টারনেট । একমাত্র প্রক্সি ও পোর্ট নম্বর ব্যবহার করতে হবে। আপনি যে কোন ব্রাউজার ব্যবহার করে জিপি ইন্টারনেট হ্যাক করতে পারেন । এখানে আমি আপনাদের বলব 'কিভাবে মোজিলা ফায়ারফক্সের মধ্যে পোর্ট প্রক্সি সেট করতে হয় ।প্রথমে আপনার gp অ্যাকাউন্ট ব্যালেন্সে 10 টাকা রিচার্জ করতে হবে তারপর "P1" লিখুন এবং 5000 এটা পাঠান ।

প্রথমে ফায়ারফক্সের Open করুন তারপর  Click on tools> click on options> click on advanced> click on network> click on settings icon.. এখন ম্যানুয়াল প্রক্সি সংযোগ নির্বাচন করুন. 010.128.001.022  বা  66.90.79.172 প্রক্সি বক্স দিন এবং পোর্ট বক্সে 9201 বা 80 দিন । এখন আপনার মোডেম সংযোগ দিন এবং বিনামূল্যে নেট ব্রাউজিং এবং ডাউনলোড .... করুন ।  100% সত্য

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

চাঁদে প্রথম পদার্পণকারী নীল আমস্ট্রং আর নেই


১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং আর বেঁচে নেই । শনিবার দুপুর ২:৪৫ মিনিটে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন । বেশ কিছুদিন আগে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়েছিল , ধারনা করা হচ্ছে সার্জারির ধকল সইতে না পেরে তাঁর মৃত্যু হয়েছে ।
চাঁদে প্রথম পা দিয়ে তিনি নিচের উক্তিটি করেছিলেনঃ
"That's one small step for a man, one giant leap for mankind."
অর্থাৎ,
"এটি একজন মানুষের জন্য ক্ষুদ্র একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা"
চাঁদে আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র অবতরণ করেন, ও ২.৫ ঘণ্টা কাটান।
চাঁদে প্রথম পদার্পণের ভিডিওঃ
 http://www.youtube.com/watch?v=HCt1BwWE2gA&feature=player_embedded

কিছু ছবিঃ-


শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

facebook থেকে মোবাইলে টাকা পেতে চান তাহলে পোস্ট টি দেখুন

.আপনার facebook লগইন করার পর EmbeePay   তে ক্লিক করুন।
Appটি allow করুন
নিচের মত দেখতে পাবেন
undefined
2.এবার আপনার Phone Number এর ঘরে Phone Number দিন
Country এর ঘরে Bangladesh দিন
Carrier এর ঘরে আপনার Phone operator এর নাম দিন
I accept the Terms of Service টিক দিন
এবার register Button click  করুন
তারপর যতগুলো popup বা page আসবে  তাতে next দিন
এবং সর্বশেষটিতে Start Button click  করুন
undefined
3.তাহলে নিচের page আসবে
undefined
4.এবার Valid Now তে ক্লিক করুন
নিচের মত page টি আসবে
undefined
5.আবার Valid Now তে ক্লিক করুন
undefined
6.এবার  Next Button চাপুন
আপনার Mobile একটি  code number যাবে তা খালি বক্সে বসিয়ে Next Button চাপুন
undefined
7.আপনার কাজ মোটামোটি শেষ
এবার উপরে Friends ক্লিক করুন
undefined
8.আপনার Invite Link টি প্রচার করুন

5 জন যদি EmbeePay একটিভ করে এবং Mobile Verification করে তাহলে আপনি পাবে 200 পয়েন্ট
আর প্রথমেই আপনাকে দিবে 50 পয়েন্ট, Mobile Verification এর জন্য 50 পয়েন্ট, ইমেইল Verification এর জন্য 50 পয়েন্ট। মোট হল 350 পয়েন্ট। 350 পয়েন্ট হলেই আপনি 200 টাকা Mobile পাবেন
শর্তসমূহ:
1. আপনার facebook 50 জন Friends থাকতে হবে
2. যে আপানার রেফারেল ব্যবহার করবে তার 50 জন Friends থাকতে হবে
3. প্রথম 150  পয়েন্ট সাথে সাথে দিবে পরবর্তী প্রতি 5 জন Friend একটিভ করলেএকসাথে 200 পয়েন্ট করে দিবে
যেমন যদি আপনার 4 জন Friend একটিভ করে তাহলে আপনার Account হবে 150 পয়েন্ট। যখনই পঞ্চমজন একটিভ করবে সাথে সাথে আপনি পাবেন 200 পয়েন্ট
কিভাবে জানবেন কে কে আপনার অধীনে  একটিভ করেছে?
undefined
9.Check Status  এর নিচে invite history তে ক্লিক করুন
undefined
10.দেখা যাবে কে আপানার রেফারেল ব্যবহার করে একটিভ করেছে
11.now enjoy



বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

এবার নিয়ন্ত্রন করতে পারবেন আপনার স্বপ্ন।দেখতে পারবেন সুন্দর স্বপ্ন।




আস-সালামু-আলাইকুম
কেমন আছেন?ছুটির দিন এ নতুন এবং মজাদার খবর নিয়ে হাজির হলাম

আইফোন এপ্লিকেশন

কিছু দিন আগে এডিনবার্গ আন্তর্জাতিক বিজ্ঞান উসব এ আইফন নতুন একটি এপ্লিকেশন দিয়ে সবার নজর কেরেছেনতুন এই এপ্লিকেশন টি মানুষ কে সুন্দর এবং পছন্দমত স্বপ্ন দেখাতে সাহায্য করবেএ ছাড়া এটি পছন্দ অনুযায়ী সাউন্ডস্কেপ  বা শব্দ তৈরি করে দেখাবেনতুন এই এপিকেশন টির নাম দেয়া হয়েছে DREAM ON Apps.
এপ্লিকেশন টির নির্মাতা হলেন হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক রিচার্ড ওয়াইজম্যান
 আসুন জেনে নিই এর উল্লেখযোগ্য অংশ গুলোঃ
  • ঘুমানোর সময় মোবাইল টি আপনার বালিশ এর নিচে রাখতে হবে
  • এটি মানুষ কে সুন্দর স্বপ্ন দেখাতে সাহায্য করবে
  • স্বপ্ন দেখার পর ব্যবহারকারি কে জাগিয়ে দিবেএবং এর প্রতিক্রিয়া ব্যক্ত করবে
  • বিছানার নিচে রাখলে এটা সহজেই বুঝতে পারবে এর ব্যবহার কারি জেগে আছে না ঘুমিয়ে আছে
  • এর একটি মজার ব্যপার হলো এর মাধ্যমে নাকি স্বপ্ন রেকর্ড করা যাবেকি আজব!!!!!!
কিভাবে এটা ব্যবহার করতে হবেঃ
  • ঘুমানোর আগে ব্যবহারকারি কে ঠিক করে নিতে হবে সে কখন ঘুমাবে এবং উঠবে
  • এর পর ঠিক করতে হবে সে কি ধরনের স্বপ্ন দেখতে চায়
  • এর পর ফোনটি বালিশ এর নিচে রাখতে হবে
  • ব্যবহারকারি যখন স্বপ্ন দেখবে তখন অ্যাপস টি তে মোশন সেন্সর কাজ করবে
  • এইএপ্লিকেশন ব্যবহার করলে ভয়ংকর অথবা দুঃস্বপ্ন দেখার ব্যপার কমে যাবে
এই এপ্লিকেশন টি বিনামুল্যে নামানো জাবেএটার এন্ড্রোয়েড ভার্সন নির্মানের পরিকল্পনা চলছে
এখন দেখে নিন এটা চালাতে কি কি লাগবে?
Requirements: Compatible with iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad.Requires iOS 5.0 or later.
বিস্তারিত জানতে এবং ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ যান
সবাইকে ধন্যবাদ


রবিবার, ৫ আগস্ট, ২০১২

Recycle Bin এ যোগ করুন নিজের নাম


আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাইআশা করি ভালই আসেনবন্ধুরা আজ আমি একটা জটিল জিনিস শেয়ার করব আপনাদের সাথেকম্পিউটার এর মনিটর এ সব সময়ই আমরা দেখি Recycle Bin নামের একটা ফোল্ডারআমরা যা কিছু রিমুভ করি সেই সব কিছু এই ফোলদার এ এসে জমা হতে থাকেকিন্তু মজার বিষয় হলো আমরা আই Recycle Bin নামের ফোল্ডার টিকে আলাদা নামে সেভ করতে পারি নাআজ আমি আপনাদের বলব কিভাবে Recycle Bin নাম টা পরিবর্তন করা যায়এটা windows  এর  registry edit অপশন এর কাজতাই বাকি টুকু ইংলিশ এ লিখলাম
1) Go to 'Start' menu and click on 'Run' command.

2) Write down 'regedit' there. You will see Registery Editor Window on your Screen.

3) Now, On the Left Hand Side of the Window you will see a Tree of folders Just double click on the HKEY_CURRENT_USER folder.

4) Now, in the new folder Tree double click on the 'Software' folder.

5)  Then double click on 'Microsoft' folder>'Windows' folder>'Current Version' folder>'Explorer' folder>'CLSID' folder.

6)Now, You will see a Tree of  folder.  Click on the folder : '{645FF040-5081-101B-9F08-00AA002F954E}'.

7) Finally, after Clicking on '{645FF040-5081-101B-9F08-00AA002F954E}' folder. Go to the Right Hand Side of the Same window and double click on the "Default" option and write in the name which you want to display instead of  Recycle.
এখন কম্পিউটার টি রিফ্রেশ করে দেখেন কি মজা


বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২

জেনে নিন আপনি মানুষ কেমন (রক্তের গ্রুপের সাহায্যে)

আপনি জানেন কি মানুষের রক্তের গ্রুপ তার কিছু নিজস্ব সকীয় বৈশিষ্ট্য বহন করে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন রক্তের গ্রুপের মানুষের স্বভাবের স্বভাবগত বিশ্লেষণ-
  • “o+”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন, গভীর মনোযোগী, উচ্চাকাঙ্খী, স্বাস্থ্যবান, বাকপটু, বাস্তববাদী, রোমান্টিক এবং অত্যান্ত বুদ্ধিমান হয়ে থাকে।
  • “O-”এই গ্রুপের মানুষেরা সাধারণত অন্যের মতামতকে গ্রাহ্য করে না। সমাজে মর্যাদা বাড়াতে আগ্রহী, বড়লোকের সঙ্গপ্রিয় এবং বড় বেশি বাচাল।
  • “A+”এই ব্লাডগ্রুপের মানুষেরা গোছগাছ প্রিয়, দক্ষ চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা আত্নকেন্দ্রিক, সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক, বিশস্ত, নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন।
  • “A-”এই ব্লাড গ্রুপের মানুষেরা খুব খুঁতখুঁতে স্বভাবের এবং কিছুটা অমনোযোগী। কিন্তু অপ্রয়োজনীয় বিষয়ে বেশি মনোযোগী। এদের অন্যের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বেশি। এদের আছে নিজেকে লুকানোর অভ্যাস এবং একঘেয়েমি জীবন।
  • “B+”এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীনচেতা, মেধাবী, নমনীয়, মনোযোগী, স্বাস্থ্যবান,সরল, দক্ষ, পরিকল্পনাবাদী, বাস্তববাদী,আবেগ প্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে।
  • “B-”এই ব্লাড গ্রুপের মানুষেরা অসংযমী, অপরিনামদর্শী, দায়িত্বহীন, অলস, স্বার্থপর, অগোছালো, অবিবেচক এবং স্বার্থান্বেষী হয়ে থাকে।
  • “AB+”এই ব্লাড গ্রুপের মানুষেরা সাধারণত সুবিবেচক, বু্দ্ধি সম্পন্ন, হিসেবী, পরিকল্পনাবাদী, সৎ কৌশলী সংবেদনশীল, নিরেট এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে।
  • “AB-”এই ব্লাড গ্রুপের মানুষেরা দুর্বোধ্য, ক্ষমতাহীন, অন্যকে আঘাত করার প্রবণতা বেশি, এনার্জি স্বল্পতা, খুব বেশি রক্ষনশীল ও বড় বেশি সংবেদনশীল হয়ে থাকেন।


সুত্র: ৯০এর দশকের মাঝামাঝি প্রকাশিত “You and your Blood type” গ্রন্থ
ভাল লাগলে কমেন্ট করবেন ।
আপনাদের রক্তের গ্রুপ শেয়ার করবেন ।

সোমবার, ৯ জুলাই, ২০১২

হ্যাকিং বই

হ্যাকিং বই


 


বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন তারপর add skip a ক্লিক করুন।